Last Updated: November 14, 2013 21:00
দিনের খেলার শেষে ৩৭ রানে অপরাজিত সচিন তেন্ডুলকর। কাল শতরান আসবে কি। প্রার্থনায় গোটা দেশ। আসুন এক নজরে দেখে নেওয়া যাক শেষ টেস্টে মহান ক্রিকেটাররা কত রান করেছিলেন।
জীবনের শেষ টেস্টে মহান ক্রিকেটারদের রান--
রিকি পন্টিং- ৪ রান (1st inn.) , ৮ রান (2nd inn.) ( পার্থ, ২০১২ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)
রাহুল দ্রাবিড়-১ রান (1st inn.), ২৫ রান (2nd inn.) , (অ্যাডিলেড, ২০১২ সালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)
ব্রায়ান লারা-০ রান(1st inn.), ৪৯ রান (করাচি) (2nd inn.), ২০০৬ সালে
অ্যালেন বর্ডার- ১৭ রান(1st inn.), ৪২ রান (ডারবান) (2nd inn.), ১৯৯৪ সালে
স্টিভ ওয়া- ৪০ রান(1st inn.), ৮০ রান (সিডনি)(2nd inn.), ২০০৪ সালে
সুনীল গাভাসকর-২১(1st inn.), ৯৬ রান (2nd inn.) (বেঙ্গালুরু, ১৯৮৭ সালে, পাকিস্তানের বিরুদ্ধে)
ইনজামাম উল হক- ১৪(1st inn.), ৩ রান (2nd inn.)(লাহোর, ২০০৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)
ভিভিএস লক্ষ্মণ-১৮ রান(1st inn.),৩৫ রান (2nd inn.)(অ্যাডিলেড, ২০১২ সালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)
সৌরভ গাঙ্গুলি-৮৫ রান (1st inn.), ০ রান (2nd inn.) (নাগপুর, ২০০৮ সালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)
ভিভ রিচার্ডস-২(1st inn.) , ৬২ রান (2nd inn.) (ওভাল, ১৯৯১, ইংল্যান্ড)
(জীবনের শেষ টেস্টে শতরান করার কৃতিত্ব মাত্র তিন ৩ জন ব্যাটসম্যানের আছে। তাঁরা হলেন গ্রেগ চ্যাপেল, বিজয় মঞ্জেরকর ও বিজয় মার্চেন্ট-এর)
First Published: Thursday, November 14, 2013, 21:00