Last Updated: March 18, 2012 17:23

সইফ করিনার অ্যাকশন থ্রিলার `এজেন্ট বিনোদ` নিয়ে সরগরম বলিউড। প্রযোজনায় স্বয়ং নায়ক। নবাবের সামনে প্রথমবার মুজরা করতে দেখা যাবে নবাবের নন্দিনীকে। কিন্তু নবাবও কোনওদিক থেকে পিছিয়ে নেই। `রিয়্যাল লাইফে` রোম্যান্টিক জুটি হলেও `রিল লাইফে` করিনার মুজরাকে সমানে সমানে টক্কর দেবে সইফের `আইটেম নম্বর`।
প্রশ্ন এখন একটাই। সইফের `প্যায়ার কি পুঙ্গি` কী পেছনে ফেলে দেবে করিনার `দিল মেরা মুফ্তকা`কে! সুরকার প্রীতম চক্রবর্তীর এই গানটি গেয়েছেন মিকা। গীতিকার অমিতাভ ভট্টাচার্য। তাঁর মতে, "যে গান ছবিকে আরও বেশি আকর্ষক করে তোলে ও জনপ্রিয়তা বাড়ায় তাকেই আদর্শ আইটেম নম্বর বলা যায়। তিনি আরও বলেছেন, এরকম কোনও বাধ্যবাধকতা নেই যে আইটেম নম্বর মানেই সেখানে নায়িকা পারফর্ম করবে।"
এর আগে অমিতাভ ভট্টাচার্যের `ইমোশনাল অত্যাচার` যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। `দেব ডি` ছবির এই গানের অভিনবত্বকে দর্শক পছন্দও করেছিল। আশা করাই যেতে পারে যে `এজেন্ট বিনোদ` ছবির আইটেম নম্বরে কিছুটা হলেও তার আঁচ পাওয়া যাবে।
সূত্রে খবর, মুজরাটি দৃশ্যায়নের আগে বেবো ২২ ঘণ্টা অনুশীলন করেছেন। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, ‘আমি ভোর ৬টা পর্যন্ত টানা নাচ করেছি। মুজরা না জানলেও, বিষয়টিকে ভালো ভাবেই প্রদর্শন করতে পেরেছি বলে আশা করছি।’
ইতিমধ্যেই করিনার এই পারফরমেন্সের এর সঙ্গে তুলনা শুরু হয়েছে রেখাজীর। তার ওপর করিনার মুজরাকে `টাফ কমপিটিশন` দিতে চলেছে বয়ফ্রেন্ড সইফের আইটেম নম্বর।
First Published: Sunday, March 18, 2012, 17:23