Last Updated: October 7, 2013 14:36

মালালা ইউসুফজাইকে ফের হত্যার হুমকি দিল পাকিস্তানি তালিবানরা। পাকিস্তানে তালিবানের মুখপাত্র শাহিদুল্লাহ শাহীদ জানিয়েছেন ``মালালা তার এলাকায় শিক্ষার প্রসার ঘটনোর চেষ্টা করেছিল বলে আমরা মোটেও তার উপর গুলি চালাইনি।সে ইসলাম নিয়ে মস্করা করেছিল। আর তার উপর গুলি চালানোর এটাই যথেষ্ট কারণ। মালালা যদি ফের এই ধরনের কিছু করার চেষ্টা করে সেক্ষেত্রে তাকে হত্যা করতে আমরা পিছপা হব না। বরং তাকে হত্যা করে আমরা গর্বিত হব``
মালালার আত্মজীবনী ``আই অ্যাম মালালা: দ্য গার্ল হু স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড ওয়াজ শট বাই দ্য তালিবান।`` প্রকাশিত হবে মঙ্গলবার। তার আগেই মালালার উপর গুলি চালানোর একবছর পর ফের তালিবানরা হুমকি দিল মালালাকে।
নিজের আত্মজীবনীতে মালালা ২০১২, ৯ তারিখ তার উপর গুলি চালানোর ঘটনা স্মরণ করেছে। হাসপাতালে জ্ঞান ফিরে পেয়ে নিজের বেঁচে থাকার উপলব্ধি ভাগ করে নিয়েছে পাঠকদের সঙ্গে।
এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত পাকিস্তানি এই কিশোরী বর্তমানে ব্রিমিংহামে তার বাবা-মায়ের সঙ্গে থাকে।
First Published: Monday, October 7, 2013, 14:36