Last Updated: June 29, 2012 10:36

গোড়াতেই অঘটনের সাক্ষী হল উইম্বলডনের সেন্টার কোর্ট! বিশ্বের ১০০ নম্বর লুকাস রোসোলের কাছে হেরে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ৭ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ৫ সেটের লড়াইয়ে হারতে হয় স্প্যানিশ সুপারস্টারকে। খেলার ফল, ৬-৭((৯), ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪। ২০০৫ সালের পর কোনও গ্র্যান্ডস্লামের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ১১টি গ্র্যান্ডস্লামের মালিক নাদাল। গত পাঁচটা গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলেছিলেন রাফা। কিন্তু বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের রোসোলের অনবদ্য টেনিসের কোন জবাব ছিল না রাফায়েল নাদালের সামনে।
First Published: Friday, June 29, 2012, 10:36