Last Updated: January 16, 2012 21:53

পশ্চিমীঝঞ্ঝার কারণে রাজ্যে কমেছে শীতের প্রকোপ। বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। ফলে কমছে না সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে আকাশ মেঘলা থাকবে।
এই মূহুর্তে হিমাচল প্রদেশের ওপর অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর-পূর্ব দিকে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়লেও তা সাময়িক বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
First Published: Tuesday, January 17, 2012, 20:00