Last Updated: February 10, 2012 13:02

পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায়, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। যার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে ৬ ডিগ্রি। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে উত্তরবঙ্গেও চলবে শীতের দাপট ।
First Published: Friday, February 10, 2012, 13:10