Last Updated: December 30, 2011 13:22

অল্প কিছুদিনের জন্য দেখা দিয়ে ফের নিরুদ্দেশ শীত। ডিসেম্বর মাস শেষ হতে বাকি আর মাত্র একটা দিন। অথচ এখনই গরহাজির শীত। মাঝে কয়েকটা দিন উষ্ণতা নেমে গিয়েছিল বারোর নিচে। তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা ফের উর্দ্ধমুখী। ঠাণ্ডার এই লুকোচুরি খেলায়, কিছুটা যেন বিরক্ত শহরবাসী। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। আজ দিনের সর্বচ্চ তাপমাত্রা১৯.১ যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।
First Published: Friday, December 30, 2011, 13:22