Last Updated: February 27, 2014 15:16

কিছু বছর আগেও ভারতের বাজারে অনান্য মোবাইল ফোনের ব্র্যান্ডস গুলির সঙ্গে জনপ্রিয়তার দৌড়ে পাল্লা দিয়ে এগোচ্ছিল মোটোরোলা। কিন্তু ২০১০-২০১১ থেকে মোটোরোলার বাজার পড়তে থাকে। তারপর হঠাৎই ভারতের বাজার থেকে নিজেদের গুটিয়ে নেয় মোটোরোলা মোবিলিটি। যদিও তারপরেও মোটোরোলা ফোন বিকিয়েছে এ দেশে। কিন্তু তার সংখ্যা সামান্যই।
তবে এ মাসের প্রথম থেকে চিত্রটা বদলে যায়। ই-শপিং-এর `দৈত্য` সাইট ফ্লিপকার্টের হাত ধরে ভারতের বাজারে ফের প্রবেশ করে বর্তমানে গুগলের অধীনে থাকা মোটোরোলা। মোটো জি নামের এই স্মার্ট ফোন ভারতের বাজারে আসার সঙ্গে সঙ্গেই হিট। ১২,৪৯৯ টাকার এই বাজেট ফোনের স্টক কয়েকদিনের মধ্যেই কর্পূরের মত উবে যায়।
আর সেই সাফল্যের পথ ধরে এই বার ভারত ও অস্ট্রেলিয়ার বাজারের জন্য মোটোরোলা বাজারে আনছে তাদের স্মার্টফোনের নয়া অবতার মোটো এক্স। আগামি সপ্তাহেই ভারতীয় হাতে চলে আসবে মোটো এক্স। দাম ১৮,২৩৯ টাকা (প্রায়)।
এই গ্রীষ্মে মোটো এক্স-এর নতুন ভার্সানও চলে আসছে ভারতে।
বর্তমানে আর লেনোভো গুগলের কাছ থেকে মোটোরোলা কিনে নেওয়ার প্রক্রিয়ায় আছে। ফলে ভবিষ্যতে আরও নতুন নতুন চমক নিয়ে মোটোরোলা যে বাজার দখলে ঝাঁপ দেবে তা বলাই বাহুল্য।
সত্যিই ভারতে ফিরছে মোটোরোলা, এবং এইবার সম্ভবত আধিপত্য বিস্তার করতেই।
First Published: Thursday, February 27, 2014, 15:18