হোটেলের ঘরে ঢুকে স্বামীর সামনেই শ্লীলতাহানি মহিলার, নিষ্ক্রিয় পুলিস

হোটেলের ঘরে ঢুকে স্বামীর সামনেই শ্লীলতাহানি মহিলার, নিষ্ক্রিয় পুলিস

হোটেলের ঘরে ঢুকে স্বামীর সামনেই শ্লীলতাহানি মহিলার, নিষ্ক্রিয় পুলিসকলকাতার পার্ক স্ট্রিটের ঘটনার পর এক মাস না কাটতেই বীরভূমের সিউড়ি বেপরোয়া দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক মহিলা। অভিযোগ, হোটেলে ঢুকে স্বামীর সামনেই ওই মহিলার শ্লীলতাহানি করে একদল মদ্যপ যুবক। শুধু তাই নয়, স্থানীয় এক তৃণমূল নেতার নাম করে ওই দম্পতিকে শাসিয়েও যায় তারা।

দম্পতির অভিযোগ, এরপর তাঁরা সিউড়ি থানায় গেলেও পুলিস অভিযোগ নেয়নি। ঘটনা ঘটেছে গত ১৭ ফেব্রুয়ারি। স্থানীয় থানা অভিযোগ না নেওয়ায় মঙ্গলবার ওই দম্পতি জেলার পুলিস সুপারের কাছে অভিযোগ জানান। ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আক্রান্ত দম্পতি।








First Published: Tuesday, February 21, 2012, 18:09


comments powered by Disqus