Last Updated: February 27, 2012 09:18

পার্কস্ট্রিট, বরানগর, কাটোয়ার পর বীরভূম। একের পর এক গণধর্ষণ। এবার ছিনতাইয়ের পর এক মহিলাকে ধর্ষণ করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে।
অভিযোগ, বাজার করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সে সময় তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁর গয়না ছিনতাই করা হয় বলে অভিযোগ। অভিযোগ, এরপর একটি মাঠে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস। মহিলার চিকিত্সা চলছে। প্রসঙ্গত, রেলপুলিসকে বুড়ো আঙুল দেখিয়ে সম্প্রতি কাটোয়াতেও ভিড় ট্রেনে উঠে ডাকাতি করে এক মহিলার শ্লীলতাহানি করেছে একদল দুষ্কৃতী। এই ভাবে একের পর এক গণধর্ষণের ঘটনায় প্রশাসনিক তত্পরতা নিয়েই প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়েও।
First Published: Monday, February 27, 2012, 17:02