Last Updated: Saturday, July 5, 2014, 09:36
ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। এবার গাড়িতে লাল আলো লাগিয়ে। গতকাল বর্ধমানে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন বীরভূমের জেলাসভাধিপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত রাজ্য গ্রামীন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। আর সেই পদাধিকার বলে লালবাতি লাগানো গাড়ি চড়ে অনুষ্ঠানে এসেছিলেন বীরভূমের তৃণমূল নেতা। অথচ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লালবাতিতে রাশ টানতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন না অনুব্রত মণ্ডল। কিন্তু কোনও কিছুই যে তিনি কেয়ার করেন না লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করে তা আরও একবার বুঝিয়ে দিলেন বীরভূমের তৃণমূল নেতা।