Last Updated: April 2, 2012 18:17

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সোমবার মহাকরণে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে তাঁরা বৈঠকও করেন। রাজ্যে মহিলাদের ওপর অপরাধের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান কমিশনের প্রতিনিধিরা।
পার্ক স্ট্রিট থেকে কাটোয়ায় ধর্ষণ কাণ্ড। রাজ্যে মহিলাদের উপর একের পর এক অপরাধের ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সোমবার তাদের উদ্বেগের কথা জানান কমিশনের প্রতিনিধিরা। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহিলা কমিশনের সদস্য-সচিব অনিতা অগ্নিহোত্রী। মহিলাদের ওপর অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির পক্ষে জোরালো সওয়াল করেন তাঁরা।
মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মহিলা কমিশনের বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং সমাজ কল্যাণ দফতরের সচিব। রাজ্য সরকারের কাছে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রতিনিধিরা।
First Published: Monday, April 2, 2012, 18:17