Last Updated: February 1, 2014 17:29

সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বীরভূমের লাভপুর যাচ্ছে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। এর আগে সিউড়িতে নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলবেন তাঁরা। লাভপুরের ঘটনার পর এই প্রথম সেখানে যাচ্ছে রাজ্য মহিলা কমিশন। গতকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লাভপুরের নির্যাতিতা তরুণীকে। সিউড়িতে পুলিসি নিরাপত্তায় রাখা হয়েছে তাঁদের। এদিকে লাভপুর কাণ্ডে আজ সিউড়িতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে জেলার বামপন্থী মহিলা সংগঠনগুলি।
লাভপুর তৃণমূলের পঞ্চায়েতের নেতৃত্বেই সেদিন লাভপুরে সালিসি সভা বসেছিল। চিঠিতে অজয় মণ্ডলের সই তারই প্রমাণ। মোড়লকে ঢাল করে শাসকদলের কর্মীদের আড়ালের চেষ্টা চলছে। আজ এমনই অভিযোগ করল কলকাতা আদিবাসী ইয়ুথ অ্যাসোসিয়েশন, মাঝি মাড়োয়া পরগনা সহ বেশকয়েকটি আদিবাসী সংগঠন।
First Published: Saturday, February 1, 2014, 17:29