Last Updated: June 21, 2014 19:35
বালির নিশ্চিন্দায় অন্তঃসত্ত্বার শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত চিকিত্সক আদালতে তুলল পুলিস। হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে।
অন্তঃসত্ত্বা মহিলার অভিযোগ,গতকাল বিকেলে চেম্বারে গেলে সেখানে তাঁর শ্লীলতাহানি করেন মনোরঞ্জন ভৌমিক নামে ওই চিকিত্সক। কোনওক্রমে পালিয়ে এসে বাড়িতে খবর দেন তিনি। এরপরেই এলাকার বাসিন্দারা হামলা চালিয়ে ভাঙচুর করে দেয় চিকিত্সকের চেম্বার। পুলিসের সামনেই মারধর করা হয় তাঁকে। পুলিস ওই চিকিত্সকে গতকালই গ্রেফতার করে।
First Published: Monday, June 23, 2014, 16:38