Last Updated: Sunday, January 19, 2014, 15:11
দশম শ্রেণীর ছাত্র সুরজিত মণ্ডলের নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য আরও দানা বাঁধছে। গতকাল সন্ধে পৌনে ছটা নাগাদ সুরজিত মাকে ফোন করে তাকে বালিগঞ্জ থানার পিছনের গলিতে মারধরের কথা জানায়। সন্ধে পৌনে সাতটা নাগাদ তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায় ভবানীপুরের বকুলবাগানে চক্রবেড়িয়া হাইস্কুলের কাছে। সাড়ে সাতটা নাগাদ বাড়ির লোকেরা ফের সুরজিতকে ফোন করেন। সেইসময় ফোনের টাওয়ার লোকেশন জানা যায়নি। আবার, যে ফোনের টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল ভবানীপুরে, সেই ফোনের সিমকার্ডের টুকরো পাওয়া যায় বালিগঞ্জ থানার পিছনে রাত সাড়ে আটটা নাগাদ।