ছাঁটাইয়ের প্রতিবাদ অনশনে পরিবহণ শ্রমিকরা

ছাঁটাইয়ের প্রতিবাদ অনশনে পরিবহণ শ্রমিকরা

ছাঁটাইয়ের প্রতিবাদ অনশনে পরিবহণ শ্রমিকরাউত্তরবঙ্গ পরিবহণ সংস্থার ছাঁটাই হওয়া শ্রমিকদের আন্দোলন আরও তীব্র হল। ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করে কাজ হারানো ঠিকা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আমরণ অনশন শুরু করলেন ছাঁটাই হওয়া ৬ জন ঠিকা শ্রমিক। চলতি বছরের জানুয়ারি মাসে কোচবিহার থেকে ফ্যাক্স আসে সংস্থার বালুরঘাট ডিপোয়। জানানো হয় বালুরঘাট ডিপোর ঠিকাশ্রমিকরা আর কাজে বহাল থাকবেন না। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় বাম, ডান সবকটি শ্রমিক সংগঠন। ২ ফেব্রুয়ারি থেকে টানা ৮৬ দিন ধরে অবস্থান বিক্ষোভ চলে।একাধিকবার কর্তৃপক্ষকে স্মারকলিপিও জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় গতকাল থেকে আমরণ অনশনে বসলেন ছাঁটাই হওয়া ৬ জন ঠিকাশ্রমিক। ডিপোর সামনে অস্থায়ী মঞ্চ বেধেই শুরু হয়েছে আন্দোলন।

First Published: Thursday, May 17, 2012, 09:47


comments powered by Disqus