Last Updated: October 9, 2013 11:54

ম্যালেরিয়া রোগের প্রতিষেধক টীকা তৈরি করে ফেলেছেন তাঁরা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের গবেষকদের এমনটাই দাবি। তাঁরা বলছেন, আফ্রিকার শিশুদের ওপর তাঁদের তৈরি ওষুধের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। ম্যালেরিয়াপ্রবণ এলাকাগুলিতে সদ্যোজাত কিংবা তার থেকে একটু বেশি বয়সের শিশুদের এই টীকা দেওয়া হয়েছিল। তারপর তাদের সিংহভাগই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি।
টীকাটির বাণিজ্যিক নাম আরটিএসএস। আঠারো মাস আগে প্রথম এটি তৈরি করা হয়। তারপর টানা পরীক্ষানিরীক্ষা চালানোর পর বিজ্ঞানীরা নিশ্চিত, তাঁদের তৈরি ওষুধ ম্যালেরিয়া প্রতিরোধে সক্ষম। ২০১৪ সালে এই টীকার বাণিজ্যিকীকরণের জন্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির অনুমতি চাইবে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন।
First Published: Wednesday, October 9, 2013, 11:54