malaria vaccine - Latest News on malaria vaccine| Breaking News in Bengali on 24ghanta.com
ম্যালেরিয়া রোগের প্রতিষেধক টীকা তৈরি হয়ে গেল, বাজারে আসছে আগামী বছর

ম্যালেরিয়া রোগের প্রতিষেধক টীকা তৈরি হয়ে গেল, বাজারে আসছে আগামী বছর

Last Updated: Wednesday, October 9, 2013, 11:54

ম্যালেরিয়া রোগের প্রতিষেধক টীকা তৈরি করে ফেলেছেন তাঁরা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের গবেষকদের এমনটাই দাবি। তাঁরা বলছেন, আফ্রিকার শিশুদের ওপর তাঁদের তৈরি ওষুধের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। ম্যালেরিয়াপ্রবণ এলাকাগুলিতে সদ্যোজাত কিংবা তার থেকে একটু বেশি বয়সের শিশুদের এই টীকা দেওয়া হয়েছিল। তারপর তাদের সিংহভাগই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি।