Last Updated: November 30, 2013 15:26

মহাকরণে আগুন লাগানোর চেষ্টার ঘটনায় চার জনকে আটক করেছে পুলিস। স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আটকদের মধ্যে কয়েকজন সরকারি কর্মীও রয়েছেন। গতকাল মহাকরণের সর্বোচ্চতলের জি ব্লকের একটি ঘরে আগুন লাগানোর চেষ্টা হয় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রসচিব। ঘরে ফাইলপত্রের ওপর কেরোসিন ছেটানো ছিল। ওই তলেই রয়েছে হোম পাবলিকেশন বিভাগ।
আজ সকাল সাড়ে ৮ টায় ফরেন্সিক ডিরেক্টর অনুপমা বোসের নেতৃত্বে তিন সদস্যের টিম মহাকরণে যায়। ঘর থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। ছিল হেয়ার স্ট্রিট থানার পুলিসও। নমুনা সংগ্রহের পর ঘরটি সিল করে দেওয়া হয়। ঘরের বাইরে পুলিস পিকেট বসানো হয়েছে। স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, মহাকরণে এখন সেভাবে সংরক্ষিত না হওয়ায় এই কাজে দুষ্কৃতীদের সুবিধা হয়েছে। আসল অপরাধীকে খুঁজে বের করতে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
First Published: Saturday, November 30, 2013, 15:26