দাবাং টু-কে পিছনে ফেলে হলিউড কাঁপাচ্ছে ইয়ে জওয়ানি...

দাবাং টু-কে পিছনে ফেলে হলিউড কাঁপাচ্ছে ইয়ে জওয়ানি...

দাবাং  টু-কে পিছনে ফেলে হলিউড কাঁপাচ্ছে ইয়ে জওয়ানি...প্রথম সপ্তাহান্তেই দাবাং টু-কে এক গোল দিল রণবীর-দীপিকার ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। গত ৩১ মে মুক্তি পেয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। আর প্রথম সপ্তাহান্তেই বক্সঅফিসের ঝুলিতে এসেছে ৬২.৭৫ কোটি। সলমেনর দাবাং টু-কে ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জির ছবি।

মুক্তির দিনে ছবির ঝুলিতে এসেছে ১৯.৪৫ কোটি। এরপর শনি ও রবিবার ২০.১৬ কোটি ও ২২.৫ কোটির ব্যবসা করেছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ডিজনি ইউটিভির ডিরেক্টর গৌরব ভার্মা এ দিন বলেন, শুধু উত্তর ভারতে নয়, তামিলনাড়ু ও কেরালার মত জায়গা যেখানে হিন্দি ছবির বাজার খুবই কম, সেখানেও ভাল ব্যবসা করছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।

তবে আসল রিপোর্ট বলছে শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও সমান দাপট দেখাচ্ছে ইয়ে জওয়ানি...। এর মধ্যেই হলিউডের উইকএন্ড টপ টেনে জায়গা করে নিয়েছে ইয়ে জওয়ানি। ১৬২টি থিয়েটার থেকে ইয়ে জওয়ানি তুলে নিয়েছে ১.৬ মিলিয়ন ডলার। এই সপ্তাহের বক্সঅফিস টপ টেনে রয়েছে-

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস- ৩৪.৫ মিলিয়ন ডলার
নাউ ইউ সি মি-২৮.০৫ মিলিয়ন ডলার
আফটার আর্থ-২৭ মিলিয়ন ডলার
এপিক-১৬.৪ মিলিয়ন ডলার
স্টার ট্রেক: ইন্টু ডার্কনেস-১৬.৪ মিলিয়ন ডলার
দ্য হ্যাংওভার পার্ট থ্রি-১৫.৯ মিলিয়ন ডলার
আয়রন ম্যান থ্রি-৮ মিলিয়ন ডলার
দ্য গ্রেট গ্যাটসবি-৬.৩ মিলিয়ন ডলার
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-১.৬ মিলিয়ন ডলার
মাড-১.২ মিলিয়ন ডলার

First Published: Monday, June 3, 2013, 23:10


comments powered by Disqus