Last Updated: May 29, 2013 22:47

ইজরায়েলে মুক্তি পেতে চলেছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। এগারো বছর পর ইজরায়েলে মুক্তি পাচ্ছে কোনও বলিউডি ছবি। এর আগে ইজরায়েলে মুক্তি পাওয়া শেষে ছবি ছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত দেবদাস(২০০২)।
আগামী ৩১ মে ভারতের সঙ্গেই ইজরায়েলেও মুক্তি পাবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ইরোজ ইন্টারন্যাশানাল প্রযোজিত অয়ন মুখার্জি পরিচালিত ছবিতে রয়েছেন রণবীর কপূর, দীপিকা পাডুকোন, আদিত্য রয় কপূর ও কল্কি কোয়েচলিন। সেইসঙ্গেই এই প্রথম কোনও ছবিতে আইটেম নেচেছেন মাধুরী দীক্ষিত।
First Published: Wednesday, May 29, 2013, 22:47