Last Updated: September 15, 2013 14:33

বেকারদের চাকরির দাবি এবং রাজ্যজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে আজ সমাবেশের ডাক দিয়েছে আটটি বাম যুব সংগঠন। কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে আজ প্রধান বক্তা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, আদতে কেন্দ্রের উদারনীতির পথে হেঁটে স্থায়ী চাকরির পথ বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার।
কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং বাস্তবে কোনও মিল নেই বলেও অভিযোগ করেছেন তারা। একই সঙ্গে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগেও সুর চড়িয়েছে বাম যুব সংগঠনগুলি।
First Published: Sunday, September 15, 2013, 14:33