Last Updated: April 21, 2012 22:41

সপ্তাহ দু`য়েকের মধ্যেই অনুশীলন শুরু করতে চান যুবরাজ সিং। একটি ওয়েবসাইটে এমনটাই জানিয়েছেন যুবি। তিনি ভারতীয় দলেও ফিরতে মরিয়া। তবে কবে তিনি পুরো ফিট হয়ে মাঠে নামবেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি। যুবি বলেন, অনুশীলনের ধকল কতটা তাঁর শরীর নিতে পারবে, তার উপর নির্ভর করছে কত তাড়াতাড়ি তিনি মাঠে ফিরবেন।
এবছরের শুরুতে ক্যান্সারের চিকিত্সার জন্য যুবরাজ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তাঁর কেমোথেরাপি চলে। প্রায় দেড়মাস পর এই মাসের গোড়ায় তিনি দেশে ফেরেন। যুবরাজ জানিয়েছেন, কেমো নেওয়ার পর তিনি বেশ ভালই আছেন। ধীরে ধীরে তাঁর শারীরিক সক্ষমতারও উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
First Published: Saturday, April 21, 2012, 22:41