Last Updated: Sunday, September 15, 2013, 14:08
দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, ওয়ানডেতে দেশের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের তালিকাতেও প্রথম দিকে আছেন। এরপরেও তাঁকে খেলতে হচ্ছে এ দলের হয়ে। সেই রাগই যেন ব্যাটে ফুটে উঠল যুবরাজের। বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করলেন যুবরাজ সিং। মাত্র ৮৯ বলে ১২৩ রানের দুরন্ত ইনিংস খেললেন ভারতীয় ক্রিকেটের `সিং ইজ কিং`। মারলেন ৭টা লম্বা লম্বা ওভার বাউন্ডারি, আর ৮টা বাউন্ডারি।