Last Updated: April 10, 2012 22:00

ভবিষ্যতে আর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই যুবরাজের। যুবরাজের চিকিত্সকদের এমনই দাবি। সোমবারই ক্যান্সারের চিকিত্সার পর দেশে ফিরেছেন যুবরাজ সিং। কিছুদিন বিশ্রামে থাকার পর আবার তিন মাস পর চেকআপ করতে লন্ডনে যাবেন যুবি। যুবরাজ মাঠে ফিরবেন কবে? ভারতের ক্রিকেট দর্শকদের এখন একটাই প্রশ্ন।তবে যুবরাজের চিকিত্সকদের মন্তব্যে অনেকটাই আশ্বস্ত ক্রিকেট বোর্ডও।
যুবরাজের মাঠে ফিরতে এখনও অনেক সময় লাগবে।কিছুদিন বিশ্রামের পর হাল্কা জগিং ও ব্যায়াম করে প্রথমে নিজেকে ফিট করতে হবে। বোর্ডের টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন যুবরাজ। কিন্তু সাহারার মালিক সুব্রত রায় যুবরাজের সেই ইচ্ছাকে আমল দিতে একদমই নারাজ।সুব্রত রায় পরিষ্কার জানিয়েছেন, পুরো ফিট না হওয়া পর্যন্ত তিনি এখন যুবরাজকে ক্রিকেটার হিসেবে নন,সমর্থক হিসেবে দেখতে চান।
First Published: Tuesday, April 10, 2012, 22:00