ক্রিকেট-বলিউডি প্রেমের নতুন মশলা যুবরাজ-নেহা

ক্রিকেট-বলিউডি প্রেমের নতুন মশলা যুবরাজ-নেহা

ক্রিকেট-বলিউডি প্রেমের নতুন মশলা যুবরাজ-নেহা বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগ বরাবরই নিবিড়। গ্ল্যামার কুইনরা বারবারই ক্রিকেটারদের প্রেমে পড়েছেন। কখনও বিয়ে হয়েছে, কখনও বা শুধু বিতর্কেই থেমে থেকেছে। এবারে সেই তালিকায় যুক্ত হল আরও এক জুটি। যুবরাজ সিং ও নেহা ধুপিয়া।

সম্প্রতি গায়িকা সফি চৌধুরির জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গেল যুবরাজ, নেহাকে। এক গাড়িতে, একসঙ্গে পার্টিতে এসেছিলেন তাঁরা। কাল ককটেল ড্রেসে নেহা ও নীল ডেনিম, ক্যাজুয়াল টি-শার্টে যুবরাজের বডি ল্যাঙ্গোয়েজই বলে দিচ্ছিল অনেক কিছু। এই ঘটনার পর থেকেই এখন জোর জল্পনা দুজনের সম্পর্ক নিয়ে।

তবে নেহাই প্রথম নয়। এর আগেও বলিউডি নায়িকাদের প্রেমে পড়েছেন যুবি। কিম শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহু চর্চিত। দীপিকা পাডুকোনের সঙ্গেও নাম জুড়েছে যুবরাজের।

First Published: Monday, February 10, 2014, 23:26


comments powered by Disqus