Last Updated: Monday, February 10, 2014, 23:26
বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগ বরাবরই নিবিড়। গ্ল্যামার কুইনরা বারবারই ক্রিকেটারদের প্রেমে পড়েছেন। কখনও বিয়ে হয়েছে, কখনও বা শুধু বিতর্কেই থেমে থেকেছে। এবারে সেই তালিকায় যুক্ত হল আরও এক জুটি। যুবরাজ সিং ও নেহা ধুপিয়া।