Last Updated: January 22, 2014 22:15

নিজে ক্যান্সারকে জয় করেছেন। এবার ইমরান হাসমির ছেলের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে পাশে দাঁড়ালেন মৃত্যুঞ্জয়ী যুবরাজ সিং। ইমরানকে ছেলেকে বিদেশে নিয়ে গিয়ে চিকিত্সা করানোর পরামর্শ দিলেন যুবরাজ।
ম্যালিগন্যান্ট টিউমর ধরা পড়েছিল ইমরানের ছেলে অয়নের কিডনিতে। ১৫ জানুয়ারি হিন্দুজা হাসপাতালে সফল অস্ত্রপচারে বাদ দেওয়া হয়েছে টিউমর। আগামিকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। এখন অয়নকে কেমোথেরাপির জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ইমরান।
২০১২ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে যুবরাজের। বিদেশে চিকিত্সার পর এখন সম্পূর্ণ সুস্থ তিনি। ইমরানের ছেলের জন্য এখন প্রার্থনা করছেন তিনি।
First Published: Wednesday, January 22, 2014, 22:15