Last Updated: January 13, 2014 12:00

পরপর তিন বছর। পোলিও মুক্ত দেশ হিসাবে নিজেকে তুলে ধরল ভারত। শুধু তাই নয়, আরও সুখবর রয়েছে দেশের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, খুব শীঘ্র ভারতকে পোলিও মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি দিতে চলেছে।
রেকর্ড বলছে ভারতে শেষ পোলিও রোগাক্রান্তের খবর পাওয়া গিয়েছিল গতবছর পয়লা জানুয়ারি কলকাঁটা থেকে।
উত্তর প্রদেশ ও বিহার, দেশের যে দুটি রাজ্যে এক সময় মহামারীর আকার নিয়েছিল পোলিও, ২০১১ সালের পর থেকে সেখান থেকেও কোনিও পোলিও রোগে আক্রান্তের খবর পাওয়া যায়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ জানিয়েছেন ``গত দু`বছর ধরেই আমাদের দেশ পোলিও মুক্ত। জানুয়ারি ১৩ তারিখের মধ্যে যদি একটি পোলিও রোগাক্রান্তের খবর পাওয়া না যায় তাহলে আমদের পোলিও মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে।``
First Published: Monday, January 13, 2014, 16:53