ভারতে সবথেকে বেশি ধূমপানের হার কলকাতায়, বলছে সমীক্ষা

ভারতে সবথেকে বেশি ধূমপানের হার কলকাতায়, বলছে সমীক্ষা

ভারতে সবথেকে বেশি ধূমপানের হার কলকাতায়, বলছে সমীক্ষা ভারতে সবথেকে বেশি ধূমপানের হার এই শহরেই। দিনে ৯-১০টা সিগারেট খান একমাত্র কলকাতাবাসীই। যেখানে মুম্বইবাসীদের সিগারেট খাওয়ার হার দিনে ৬ থেক ৭টা।

আইসিআইসিআই লোম্বার্ড টোবাকো কনসাম্পশন হ্যাবিটস ২০১৪-র সমীক্ষায় দেখা গেছে কলকাতার ৪৪ শতাংশ ধূমপায়ী সপ্তাহে অন্তত ৩৪৮ টাকা খরচ করেন সিগারেটের পিছনে। ধূমপায়ীরা জানিয়েছেন কাজের চাপমুক্তি ঘটাতেই সিগারেট খান তাঁরা। এর মধ্য ৯৩ শতাংশই তামাক থেকে ফুসফুস, মুখমণ্ডল বা গলার ক্যান্সারের সংক্রমণ সম্বন্ধে সচেতন। কিন্তু জানা সত্ত্বেও এর মধ্যে ৯৪ শতাংশই কোনওদিন সিগারেটের নেশা ছাড়ার চেষ্টাই করেননি। ধূমপায়ীদের ৬৪ শতাংশের আবার নেই কোনও হেল্থ ইনসিওরেন্স পলিসিও।

কলকাতা, মুম্বই, আমেদাবাদ, লক্ষ্ণ‍ৌ ও হায়দরাবাদ, প্রতিটি শহরের ১ হাজার একশো ১১ জন করে ধূমপায়ীর ওপর সমীক্ষা চালানো হয়েছিল।


First Published: Thursday, June 12, 2014, 20:47


comments powered by Disqus