বাজেটে কী পেল বাংলা

বাজেটে কী পেল বাংলা

বাজেটে কী পেল বাংলাবাজেট পেশের পরই দেশজুরে সমালোচনা বিরোধীরা। দুই বাজেটেই রাজ্য বঞ্চিত বলে সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাকে বাংলার ঝুলিতে কী এল-

কলকাতার সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়া হবে। গড়ে তোলা হবে অ্যানিমেশন, গেমিং এবং স্পেশ্যাল এফেক্টসের জাতীয় উত্কর্ষ কেন্দ্র হিসাবে।

জলপথে পণ্য পরিবহনে সুবিধা বাড়াতে জলমার্গ বিকাশ প্রকল্পের আওতায় আসছে হলদিয়া।

অনাদায়ী ঋণ আদায়ের জন্য বিশেষ ট্রাইবুনাল হবে শিলিগুড়িতে।

দেশে চারটি নয়া এইমসের মধ্যে বাংলা পাচ্ছে একটি।

দেশের সাতটি রাজ্যে শিল্পে উত্কর্ষ শহর গড়ার লক্ষ্যে অমৃতসর-কলকাতা ইন্ডাস্ট্রিয়াল মাস্টার প্ল্যানিংয়ের কাজ দ্রুত শেষ করা হবে।

First Published: Thursday, July 10, 2014, 18:26


comments powered by Disqus