Last Updated: July 8, 2014 10:44

আগামী ডিসেম্বর মাস থেকে সমস্ত ট্যাক্সি নো রিফিউজাল করা হবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। রাস্তায় বাসের সংখ্যা যে কমছে সোমবার বিধানসভায় কার্যত তাও স্বীকার করে নেন মন্ত্রী। তবে সমস্যা কাটাতে বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বাসের সমস্যা কাটাতে সরকার আরও নতুন বাস কিনবে বলে বাজেটে জানান মন্ত্রী। বেশ কিছু নতুন রুটে সরকারি বাস চালানোর পরিকল্পনা নিচ্ছে তাঁর দফতর। পাশাপাশি তাঁর দাবি সরকারি নিগমে কর্মীরা বেতন পাচ্ছে না বলে যে প্রচার হচ্ছে তা ঠিক হয়। ধুঁকতে থাকা সরকারি নিগমগুলির সমস্য সমাধানে সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন মদন মিত্র।
First Published: Tuesday, July 8, 2014, 11:22