মেট্রো চড়ার স্বপ্নে ৩ বছর ধরে ভুগছে কলকাতা

মেট্রো চড়ার স্বপ্নে ৩ বছর ধরে ভুগছে কলকাতা

মেট্রো চড়ার স্বপ্নে ৩ বছর ধরে ভুগছে কলকাতা ভবিষ্যতে মেট্রো চলবে। কার্যত তাই অচল বেহালা, বাইপাস, ফুলবাগান। তবে কলকাতার তিন মেট্রো প্রকল্পের জন্য বাজেটে নতুন করে টাকা বরাদ্দ তেমন হয়নি। ফলে মাঝ পথেই বন্ধ কাজ। আর তার জেরেই ভোগান্তি সাধারণ মানুষের। ধান ক্ষেতকে লজ্জা দেবে জাতীয় সড়ক ডায়মন্ডহারবার রোড। হেলেদুলে গন্তব্যে পৌছতে ঘাম ছুটে যাচ্ছে নিত্যযাত্রীদের। কারণ, মেট্রোর কাজ চলছে। মরার ওপর খাঁড়ার ঘা বর্ষা। জল কাদায় পথে নামা দায়।

প্রকল্প-বিমনবন্দর-নিউ গড়িয়া মেট্রো প্রকল্প।

বেহালায় কাদা, বাইপাসে ধুলো। এবরো খেবড়ো রাস্তায় বাইপাসে এখন শামুখের গতি। যানজটের যন্ত্রণা।

প্রকল্প-ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প

ফুলবাগান মোড়। রাস্তা আছে। তবে সে রাস্তা বন্ধ। রাজাবাজের দিকে বন্ধ রাস্তা। বাইপাসের দিকেও যাওয়ার উপায় নেই। ভোগান্তি থেকে মুক্তি কবে? এ প্রশ্নটাই এখন সাধারণ মানুষের কাছে।

First Published: Friday, July 11, 2014, 23:43


comments powered by Disqus