নতুন প্রজন্মের জন্য 3D মোবাইল গেম নিয়ে এল ভারতীয় বায়ুসেনা

নতুন প্রজন্মের জন্য 3D মোবাইল গেম নিয়ে এল ভারতীয় বায়ুসেনা

নতুন প্রজন্মের জন্য 3D মোবাইল গেম নিয়ে এল ভারতীয় বায়ুসেনানতুন প্রজন্মকে আকর্ষণ করতে দেশের প্রথম থ্রিডি মোবাইল গেম নিয়ে এল ইন্ডিয়ান এয়ার ফোর্স। বুধবার নতুন গেম `গার্ডিয়ান অফ দ্য স্কাইজ` লঞ্চ করে এয়ার মার্শাল এস সুকুমার বলেন, আমাদের প্রচারের এটা একটা উল্লেখযোগ্য মাইলস্টোন। এই গেম নতুন প্রজন্মকে বায়ুসেনায় যোগদানে উত্‍সাহ জোগাবে।

অ্যানড্রয়েড ফোন, উইন্ডোজ ও আইওএস প্ল্যাটফর্মে ফ্রিতেই ডাউনলোড করা যাবে এই গেম। সুকুমার বলেন, গেম খেলে যাতে নতুন প্রজন্মের ছেলে, মেয়েরা বাসুসেনার জীবনের অ্যাডভেঞ্চারের আভাস পান সেই কথা মাথায় রেখে গেম ডিজাইন করা হয়েছে। এখন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আমরা যে কোনও যুদ্ধে সফল হতে পারি।

বায়ুসেনার জন্য গেম ডিজাইন করেছে প্রাইভেট ভেন্ডর। বৃহস্পতিবার প্রথম ফেস লঞ্চের পর অক্টোবরে লঞ্চ করা হবে দ্বিতীয় ফেস। জারুজিয়া নামক কাল্পনিক দেশের বিরুদ্ধে লড়তে হবে গেমে। সুকুমার জানালেন, "গেমের শত্রু কাল্পনিক, গল্পোও কাল্পনিক, কিন্তু খেলার অভিজ্ঞতা হবে একদম জীবন্ত।"

দেখুন গেমের ঝলক,




First Published: Thursday, July 3, 2014, 23:27


comments powered by Disqus