রুবিক`স কিউবের ৪০-এ পা, গুগলের ডুডলের বুদ্ধির রংমিলন্তির উৎসব

রুবিক`স কিউবের ৪০-এ পা, গুগলের ডুডলের বুদ্ধির রংমিলন্তির উৎসব

রুবিক`স কিউবের ৪০-এ পা, গুগলের ডুডলের বুদ্ধির রংমিলন্তির উৎসব ৪০ বসন্ত পেরিয়ে আজও মগজের কেরামতিকে চ্যালেঞ্জ জানাতে তার জুরি মেলা ভার। সেই রুবিক`স কিউবের জন্মদিনে গুগল আজ উপহার দিল অভিনব এক ডুডল। আজ গুগলের ডুডল সেই চির বিখ্যাত রঙিন কিউবটির প্রতিরূপ। বুদ্ধির গোরাতে ধোঁয়া দিয়ে নিজের কম্পিউটার স্ক্রিনেই আজ আপনি ইচ্ছা হলে ভার্চুয়ালি রুবিক`স কিউবের রংমিলন্তি প্রচেষ্টার অংশ হতে পারেন।

বিশ্বজুড়ে সবাই বোধহয় জানেন এই রুবিক`স কিউবের উদ্দেশ্য হল এর যে কোনও এক পিঠের ৯ টা একই রঙের খোপ কে সাজিয়ে ফেলা। ব্যাপারটা শুনতে যতটা সহজ, যারা একবার রুবিক`স কিউব হাতে নিয়ে এই চেষ্টাটি করে দেখেছেন তারাই শুধু জানেন এদিক ওদিক সেদিক, তিনটি সারিকে বার বার ঘুরিয়েও অন্তিম লক্ষ্যে পৌঁছানোটা ঠিক কতটা কঠিন।

১৯৭৪ সালে হাঙ্গেরি স্থপত্য বিদ্যার অধ্যাপক এরনো রুবিক এই কিউবটি আবিষ্কার করেন। এই কিউবটির আসল নাম ম্যাজিক কিউব হলেও আবিষ্কর্তার নামেই এটি সারা পৃথিবীতে জনপ্রিয়।

First Published: Monday, May 19, 2014, 10:59


comments powered by Disqus