Last Updated: June 2, 2014 23:38

অসাধারণ ত্বক পরিষ্কার করে এই প্যাক। টমেটো ও লেবুর রস ত্বকের পোড়া ভাব কমিয়ে ত্বককে ফর্সা করে। মধু ত্বকে আনে বাড়তি উজ্জ্বলতা।
কী কী লাগবে-
টমেটো-১টা
মধু-২ টেবিল চামচ
লেবুর রস-১ চা চামচ
কীভাবে ব্যবহার করবেন-
টমেটো গ্রেট করে নিন। ওর মধ্যে মধু ও লেবুর রস দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। পুরো মুখে লাগান। শুকনোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার, নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
First Published: Monday, June 2, 2014, 23:38