Last Updated: Monday, November 11, 2013, 17:07
জুতোর পর এবার পচা টমোটে। দেশের ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র এখন পচা টমেটো। ঠিক যেমনটা হয় কলকাতা ময়দানে হেরে গেল, তেমনই হল মস্কোয় ডাচ রাজার শঙ্গে। প্রতিবাদের অঙ্গ হিসাবে টমোটে ছুঁড়ে মারা হল ডাচ রাজ ও তাঁর রাণীকে। রাশিয়া-নেদারল্যান্ডসের ঐতিহাসিক চুক্তি সাক্ষরের উত্সব পালন মস্কোয় এসেছেন ডাচ রাজা উইলেম আলেকজান্দার। রাজার সঙ্গে এসেছেন তাঁর রাণী ম্যাক্সিমা।