প্রতি দশজন ভারতীয়র মধ্যেই তিনজনই দরিদ্র

প্রতি দশজন ভারতীয়র মধ্যে তিনজনই দরিদ্র, জানাল রঙ্গরাজন কমিটি

প্রতি দশজন ভারতীয়র মধ্যে তিনজনই দরিদ্র, জানাল রঙ্গরাজন কমিটিপ্রতি দশজন ভারতীয়র মধ্যেই তিনজনই দরিদ্র। জানিয়ে দিল সি রঙ্গরাজন কমিটি। তাঁদের মতে, ২০১১-১২ আর্থিক বছরে মোট জনসংখ্যার ২৯.৫ শতাংশ মানুষই দরিদ্র। এই রিপোর্ট খারিজ করে দিয়েছে দারিদ্র নিয়ে সুরেশ তেণ্ডুলকর কমিটির রিপোর্টকেও।

রঙ্গরাজন কমিটির রিপোর্ট জানিয়ে দিয়েছে, শহরাঞ্চলের ক্ষেত্রে ৩৩ টাকা, যাঁরা ৪৭ টাকার নীচে দৈনিক খরচ করেন, তাঁদেরকেই গরীব বলে চিহ্নিত করা যাবে। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে অঙ্কটা সাতাশ টাকা নয়, বত্রিশ টাকার নীচে। গত বছর তেণ্ডুলকর কমিটির রিপোর্ট খতিয়ে দেখতে রঙ্গরাজন কমিটি তৈরি করা হয়। পরিকল্পনা মন্ত্রী ইন্দ্রজিত রাওয়ের হাতে কমিটি রিপোর্ট তুলে দিয়েছে।

First Published: Monday, July 7, 2014, 11:26


comments powered by Disqus