৬ বছরের ভাইঝিকে অপহরণ করে খুন করল দম্পতি

৬ বছরের ভাইঝিকে অপহরণ করে খুন করল দম্পতি

৬ বছরের ভাইঝিকে অপহরণ করে খুন করল দম্পতি দুজনে মিলে অপহরণ করেছিল ৬ বছরের ভাইঝিকে। কিন্তু পরিকল্পনা মতো সবকিছু ঠিকঠাক না এগনোয় শেষপর্যন্ত শিশুটিকে খুন করল দম্পতি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সলমন শাহ ও তার স্ত্রী শবরিনকে গ্রেফতার করেছে পুলিস।

প্রতিদিন স্কুল থেকে শিশুটিকে আনতে যেত শবরিন। অপহরণের দিন স্কুল কর্তৃপক্ষকে সে জানায় অসুস্থ ঠাকুমার কাছে নিয়ে যেতে হবে শিশুটিকে। তারপরই সলমন শিশুটির অভিভাবকদের ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরপর ৭টা মেসেজও পাঠায়। শিশুটির পরিবার পুলিসকে জানাতে গেলে তারা শিশুটিকে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে। পুলিস সূত্রে খবর, শিশুটির বাবা দুবাই প্রবাসী। নিঃসন্তান সলমন ও শবরিনা তার পরিবারের থেকে টাকা আদায় করতে চেয়েছিল।

বেঙ্গালুরুর পুলিস কমিশনার আর অরাধকর একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, "শিশুটির দেহ খাটের তলায় লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেফতার করতে গেলে তারা নিজেরাই দোষ স্বীকার করে। শিশুটিরা বাবা দুবাই প্রবাসী হওয়ায় ওরা ভেবেছিল খুব সহজে কিছু টাকা রোজগার করা যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।"

First Published: Friday, July 11, 2014, 22:52


comments powered by Disqus