Last Updated: July 14, 2014 21:53

দিল্লি গণধর্ষণ ও হত্যা মামলায় দুই দোষী সব্যস্তের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সব্যস্তদের ফাঁসির সাজা দিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। নির্ভয়ার ওপর নির্যাতন নজিরবিহীন এবং বিরল হিংস্রতার প্রদর্শন জানিয়ে চার দোষীকে সর্বোচ্চ শাস্তি দেয় আদালত।
দিল্লি হাই কোর্টও ফাস্ট ট্র্যাক কোর্টের ওই নির্দেশ বহাল রাখে। সোমবার সুপ্রিম কোর্ট অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মার মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে। নির্ভয়া হত্যা মামলায় দোষী সব্যস্ত মোট ৬ জন। তার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। তিহার জেলে বন্দি থাকালীন মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত রাম সিংয়ের। বিনয়, অক্ষয়, পবন, মুকেশের মধ্যে দুজনের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।
First Published: Monday, July 14, 2014, 21:53