মানেকা গান্ধীর সুরেই কড়া জুভেনাইল জাস্টিস অ্যাক্টের পক্ষে সওয়াল শীর্ষ আদালতের

মানেকা গান্ধীর সুরেই কড়া জুভেনাইল জাস্টিস অ্যাক্টের পক্ষে সওয়াল শীর্ষ আদালতের

মানেকা গান্ধীর সুরেই কড়া জুভেনাইল জাস্টিস অ্যাক্টের পক্ষে সওয়াল শীর্ষ আদালতেরধর্ষণ, খুনের মত জঘন্য খুনের অপরাধের সঙ্গে জড়িত নাবালকদের বিরুদ্ধে কড়া জুভেনাইল জাস্টিস অ্যাক্টের পক্ষে সওয়াল করল সুপ্রিমকোর্ট। গত কালই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী এই ধরণের অপরাধের সঙ্গে জড়িত নাবালকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা আনার কথা বলেছেন।

``সরকারি চাকরির ক্ষেত্রে যেমন, ঠিক তেমনই অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোন নির্দিষ্ট বয়স সীমা থাকতে পারে না`` মঙ্গলবার সুপ্রিমকোর্টের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে।

মানেকা গান্ধী সোমবার ১৬ বছরের উর্দ্ধের নাবালক অপরাধীদের প্রাপ্ত বয়স্কদের মতই শাস্তি প্রদানের দাবি জানান।

নতুন করে বিতর্ক উত্থাপন করে মানেকা গান্ধী জানিয়েছেন ``৫০% যৌন নির্যাতনের ঘটনায় ১৬ বছর বয়সীরা অপরাধী হয়। তারা খুব ভাল করেই জানে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের দাক্ষিণ্যে সহজেই পার পেয়ে যাবে। অতএব তারা এই ধরণের অপরাধ করতেই পারে।``

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন নিজে উদ্যোগ নিয়ে আইনে পরিবর্তন আনবেন তিনি।



First Published: Tuesday, July 15, 2014, 15:59


comments powered by Disqus