শক্তিমিল গণধর্ষণ কাণ্ডে জড়িত দুই নাবালককে `ভাল ব্যবহার` শিখতে স্কুলে পাঠান হল

শক্তিমিল গণধর্ষণ কাণ্ডে জড়িত দুই নাবালককে `ভাল ব্যবহার` শিখতে স্কুলে পাঠান হল

শক্তিমিল গণধর্ষণ কাণ্ডে জড়িত দুই নাবালককে `ভাল ব্যবহার` শিখতে স্কুলে পাঠান হল গত বছর মুম্বইয়ের শক্তিমিলে দুটি পৃথক গণধর্ষণের দোষী সব্যস্ত হয়েছিল দুই নাবালক। এক চিত্র সাংবাদিক ও এক টেলিফোন অপরেটরকে ধর্ষণের ঘটনায় জড়িত ছিল তারা। এই দুই নাবালককে নাসিকের বস্টন স্কুলে `ভাল ব্যবহার` শিখতে পাঠানো হল। আজ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এই খবর জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম।

চলতি বছরের এপ্রিলে এই দুই গণ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন জনের ফাঁসির হুকুম দেয় আদালত।

শক্তিমিলে অ্যাসাইমেন্টে গিয়ে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের চিত্র সাংবাদিক। পাঁচ দুষ্কৃতী এই ঘটনায় জড়িত থাকা্র অপরাধে ধরা পড়ে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর এক টেলিফোন অপরেটর জানান এই ঘটনার ১ মাস আগে ৩১ জুলাই ওই দুষ্কৃতীদের হাতে ধর্ষিত হন তিনিও।

First Published: Tuesday, July 15, 2014, 16:44


comments powered by Disqus