Last Updated: Monday, August 26, 2013, 09:13
মুম্বই গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত পাঁচ দুষ্কৃতীই পুলিসের জালে ধরা পড়েছে। কিন্তু যে মোবাইল ফোনটিতে দুষ্কৃতীরা নিগৃহীতা মেয়েটির ছবি তুলেছিল এখনও খুঁজে পাওয়া যায়নি সেই ফোনটি। অন্যদিকে, ধৃতরা এর আগেও বাড়ি ভেঙে ডাকাতির মত অপরাধ করেছে বলে জানা গেছে। এর জন্য আগেও জেলেও যেতে হয়েছিল তাদের। তবে পুলিসের খাতায় ধৃতদের বিরুদ্ধে নারী নিগ্রহের কোনও অভিযোগ না থাকলেও, পুলিস দাবি করেছে জেরায় এর আগেও নারী নিগ্রহের কথা স্বীকার করেছে তারা। ধৃতদের ৩০ অগাস্ট পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।