দিল্লি গণধর্ষণের রায়
২০১২-এর ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে এক তরুণীর উপর গণধর্ষণ আর পৈশাচিক যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। দাবি উঠেছিল অপরাধীদের মৃত্যুদণ্ডের। সেই দাবিতে সাড়া দিয়ে আদালত পাঁচ দুষ্কৃতীর ফাঁসির হুকুম দিয়েছে এই বছর। তার মধ্যে অন্যতম রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে।
হায়দরাবাদ বোম বিস্ফোরণ
২১ ফেব্রুয়ারি, ২০১৩, হায়দরাবাদের দিলসুখ নগরের ঘিঞ্জি বাজার এলাকা জোড়া বোম বিস্ফোরণে কেঁপে ওঠে। ১০০ মিটারে মধ্যে দুটি বোমা বিস্ফোরণে ১৭জন প্রাণ হারান। গুরুতর আহত হন ১৯জন।
ভারতের প্রথম মঙ্গলযানের মঙ্গলের কক্ষপথ যাত্রা
৪৫০ কোটির ব্যায়ে ন`মাসের পরিশ্রমের পর ইসরোর মার্স অরবিট পাড়ি দেয় মঙ্গলের কক্ষপথের উদ্দেশ্যে। ইতিহাসের সাক্ষী থাকে গোটা দেশ। ২০১৪ সালের ২৪ তারিখ মঙ্গলের কক্ষপথে পৌঁছে যাবে মার্স অরবিট।
সাইক্লোন ফাইলিন
৪ অক্টোবর, ২০১৩ ঘূর্ণিঝড় ফাইলিন আছড়ে পড়ল অন্ধ্র ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে। বন্যায় ভাসিয়ে নিয়ে যায় বিস্তৃত কৃষিজমি। ভেসে যায় বহু গ্রাম, ঘর-বাড়ি। বহু প্রাণহানির আশংকা থাকলেও অদ্ভুতভাবে প্রাণহানি হয় মাত্র ১৫জনের।
তেলেঙ্গানা-ভারতের ২৯তম রাজ্যের জন্ম
৩০ জুলাই ২০১৩, কেন্দ্রের কংগ্রেস সরকার অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার জন্মের কথা ঘোষণা করল। একদিকে দীর্ঘ ৬০ বছরের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত তেলেঙ্গানার মানুষরা যখন আনন্দে মেতে উঠলেন তখন সীমান্ধ্র আর রাওয়ালসিমা অঞ্চলে রাজ্য ভাগের ক্ষোভে শুরু হল বিক্ষোভ। তেলেঙ্গানার পূর্ণ রাজ্যে পরিণত হতে এখনও ৩-৪ মাস বাকি। তবে এখনও চলছে বিক্ষোভ।
আম আদমি পার্টির উত্থান
শুরুটা হয়েছিল আন্না হাজারের সঙ্গে। দুর্নীতি বিরোধী আন্দোলনের হাত ধরে। তারপর গুরুর সঙ্গে মতবিরোধ। নতুন রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত নিলেন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী অরবিন্দ কেজরিওয়াল। মাত্র আট মাস আগে মূলত তাঁর উদ্দোগ্যেই গঠিত হল আম আদমি পার্টির। সঙ্গে পেলেন যোগেন্দ্র যাদবদের মত কিছু বুদ্ধিজীবীকে। অংশ নিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে। দলীয় চিহ্ন ঝাঁটা। আর তারপরেই বাজিমাৎ। সবাইকে অবাক করে দিয়ে ব্যালট বক্সে ম্যাজিক দেখাল আপ। ৭০টার মধ্যে ২৮টি আসন দখল করে নিল। ঝাঁটার ঘায়ে কার্যত সাফ হয়ে গেল কংগ্রেস। মাত্র আট মাস বয়সের দলের দখলে এখন রাজধানীর মসনদ। মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন আন্নার একদা ভাবশিষ্য।
সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্টিং কিং তরুণ তেজপাল
সহকর্মীকে লিফটের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন তেহলকা চিফ তরুণ তেজপাল। সহকর্মীর কাছে ইমেল করে ক্ষমা প্রার্থনা করেছিলেন তেজপাল। স্টিং কিংয়ের সেই ইমেল ফাঁস হয়ে যেতেই হইচই পরে যায় গোটা দেশ জুড়ে। আপাতত জেল হেফাজতে আছেন একদা বহু রাজনীতিকের ঘুম কেড়ে নেওয়া সাংবাদিক।
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার আসারাম বাপুর গ্রেফতার
নিজের আশ্রমে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে পয়লা সেপ্টেম্বর যোধপুর থেকে গ্রেফতার হন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু।
মহারাষ্ট্রের খরা
২০১২ সালে জুন থেকে সেপ্টেম্বরের বর্ষার সময় মহারাষ্ট্রের বিস্তৃত অঞ্চল ভুগেছিল বৃষ্টি হীনতায়। তারই অভিশাপ ২০১৩-এ ওই সব অঞ্চলে নেমে এসেছিল গত ৪০ বছরের মধ্যের ভয়াবহতম খরার রূপ নিয়ে। সোলারপুর, আহমেদনগর, সানগিল, পুনে, সাতারা, বিদ আর নাসিক অঞ্চলে খরার প্রকোপ ছিল সর্বাধিক।
৩৭৭ ধারার পক্ষে রায় সুপ্রিমকোর্ট, দেশ জুড়ে প্রতিবাদে সমপ্রেমী মানুষদের বিসমকামীরাও
২০১৩ সালের ১১ ডিসেম্বর দিল্লি হাইকোর্টের রায় নস্যাৎ করে ৩৭৭ ধারা বজায় রাখার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। ফের একবার লঙ্ঘিত হল এদেশের সমকামী, রূপান্তরকামী, উভকামী মানুষদের মৌলিক অধিকার। প্রতিবাদে গর্জে উঠল দেশ।
উত্তরাখণ্ডের বন্যা-ভারতের ভয়াবহতম প্রাকৃতিক দুর্যোগ
২০১৩-এর জুন মাসের মেঘভাঙা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গিয়েছিল উত্তরাখণ্ডকে। ভয়াবহ বন্যা আর ধস সরকারি হিসাবে কেড়ে নিয়েছিল ৫,৭০০ জনের জীবন। বেসরকারি হিসাব অবশ্য বলছে মৃতের সংখ্যা ১০,০০০-এর বেশি। বহু মানুষের মৃতদেহটুকুও খুঁজে পাওয়া যায়নি। একলক্ষেরও বেশি মানুষ আটকা পড়েছিলেন। টানা একমাস ধরে চলে উদ্ধারকার্য। ভারতের ইতিহাসে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ বছরের মধ্যভাগে কাঁদিয়ে গিয়েছিল সারা দেশকে।
/bengali/slideshow/ভারত-এক-নজরে-২০১৩_220.html