Last Updated: June 24, 2014 15:43

--------------------------------------
ইংল্যান্ড সফর শুরুর আগে মহাসমস্যায় পড়লেন মহেন্দ্র সিং ধোনি.. ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ধোনির নাম গ্রেফতারি পরোয়ানা জারি করল অন্ধ্রপ্রদেশ আদালত... এক বিজ্ঞাপনে ধর্মীয় চেতনায় আঘাত আনার অভিযোগে তিনবার সমন পাঠানো হয় ধোনির নামে.. কিন্তু একবারও কোর্টে হাজিরা দেননি ভারতীয় অধিনায়ক...তাই আদালত অবমাননার অভিযোগে ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল... এই সংক্রান্ত মামলা চলছে অনন্তপুর আদালতে.. কুকদের বিরুদ্ধে সিরিজ খেলতে ধোনি এখন ইংল্যান্ডে..
এক সর্বভারতীয় ম্যাগাজিনে প্রচ্ছদ্যে ধোনির এক ছবি ছাপা হয়.. সেই ছবিতে ভারত অধিনায়ক বিষ্ণুর বেশে বিভিন্ন কোম্পানির পণ্য, এমনকী হাতে জুতো নিয়েও ছবি তোলেন.. এই ছবির তলায় লেখা ছিল 'গড অফ বিগ ডিলস'... এরপর বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে বিক্ষোভ হয়.. আদালতে মামলা করা হয় ধোনির বিরুদ্ধে...
First Published: Tuesday, June 24, 2014, 15:56