Last Updated: June 30, 2014 10:06

---------------------------------------
বিশ্বকাপে এবার ঘুসি বিতর্ক। ব্রাজিল দলের কমিউনিকেশন ডিরেক্টর রডরিগো পাইভার বিরুদ্ধে ঘুসি মারার অভিযোগ আনলেন চিলির তারকা ফুটবলার পিনিল্লা। ঘটনার তদন্ত শুরু করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।
ব্রাজিল দলের কমিউনিকেশন ডিরেক্টর রডরিগো পাইভার বিরুদ্ধে ঘুসি মারার অভিযোগ আনলেন চিলির তারকা ফুটবলার পিনিল্লা। শনিবার বিরতিতে যখন দুদল স্টেডিয়ামের টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন,তখনই এই ঘটনা বলে অভিযোগ। হাইটেনশন মাঝের বিরতির সময় পিনিল্লা আর পাইভার বিরুদ্ধে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। ঘটনার কথা স্বীকার করে নিলেও ব্রাজিল ফুটবলের পরিচিত মুখ পাইভা জানিয়েছেন,পিনিল্লাই প্রথম তাঁর কাছে এসেছিল।
নিজেকে বাঁচাতেই তিনি পিনিল্লাকে ধাক্কা দেন বলে দাবি পাইভার। একইসঙ্গে ব্রাজিলীয় স্ট্রাইকার ফ্রেডের বিরুদ্ধে চিলির স্ট্রাইকার গ্যারি মেডেলের মাথার পেছনে চড় মারারও অভিযোগ উঠেছে। সেখান থেকেই গোটা ঝামেলার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ফিফা সূত্রে জানানো হয়েছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার ভিডিও ফুটেজও ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌছেছে বলে ফিফা সূত্রে জানানো হয়েছে।
First Published: Monday, June 30, 2014, 10:06