Last Updated: Monday, July 14, 2014, 23:29
একে রাত জেগে ফাইনাল দেখার ধকল। তার ওপর সিংহভাগ আবার মেসিদের সমর্থক। তাই আর্জেন্টিনার হারে মুখ ভার। কিন্তু সপ্তাহের প্রথম দিন তো আর অফিস কামাই করা চলে না। তাই আজ বিভিন্ন সরকারি অফিসে বেশ খানিকটা দেরিতেই ঢুকতে দেখা গেল কর্মীদের।