হ্যাপি বার্থ ডে মেসি

হ্যাপি বার্থ ডে মেসি

হ্যাপি বার্থ ডে মেসিতার খেলা দেখার অপেক্ষায় বসে থাকে গোটা ফুটবল বিশ্ব। ফুটবলের সবুজ মাঠের বলকে কথা বলাতে পারেন তিনি। লিওনেল মেসি। বিশ্বকাপ চলাকালীন মঙ্গলবারই শুভ জন্মদিন এই আর্জেন্টিনিয় তারকার। সাতাশে পা দিলেন ফুটবলের যুবরাজ। তার জন্মদিনে সকলের একটাই প্রার্থনা। আরও সফল হোক মেসি। ছাব্বিশ শেষ করে আজ সাতাশে পা দিলেন আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসি। বিশ্বকাপের মধ্যেই জন্মদিন বিশ্বফুটবেলর যুবরাজের। তাই এবারের জন্মদিনটা একটু অন্য রকম, একটু বেশি স্পেশাল তার জন্য। বাড়ি ও বার্সেলোনা থেকে অনেকটা দুরে। বিশ্বকাপের জন্য জাতীয় দলের সতীর্থদের সঙ্গে সাম্বার দেশে জন্মদিন কাটাচ্ছেন মেসি।

২৪ জুন ১৯৮৭ সালে রোজেরিওতে জন্ম এই বিস্ময় বালকের। মাঝে পেরিয়েছে ছাব্বিশটা বছর। বিশ্বফুটবলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি।

বিশ্বকাপে তার বাঁ পায়ের জাদু দেখার অপেক্ষায় রাত জাগছে গোটা ফুটবল বিশ্ব।

মেসি মানেই গোল, মেসি মানেই স্কিল‍, মেসি মানেই আবেগ, মেসি মানেই ফুটবল মাঠে একটুকরো ম্যাজিক। তাই তো ফুটবলের যুবরাজের স্কিল উস্কে দেয় ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার স্মৃতি। চারবার ব্যালন ডি অর জেতার সঙ্গে বার্সার হয়ে অসংখ্য ট্রফি জেতার মূল কারিগর তিনি। তবে নেই বিশ্বকাপ। তাই আর্জেন্টিনার ভক্তদের কাছে মেসির সাতাশতম জন্মদিনে তার কাছে বাড়তি চাহিদা। সেটা হল বিশ্বকাপ।
মেসির জন্মদিনে ২৪ ঘণ্টার তরফ থেকে রইল শুভেচ্ছা।

First Published: Tuesday, June 24, 2014, 15:42


comments powered by Disqus