Last Updated: July 15, 2014 16:39

------------------------------------------
গোটা জার্মানি বসে ছিল বিশ্বজয়ীদের ঘরে ফেরার অপেক্ষায়। বার্লিনের বিমানবন্দরে পা দিতেই লাম, মুলার, ক্লোজে, কোচ লো-কে নিয়ে উচ্ছ্বাস শুরু হয়ে গেল। গোটা জার্মানি উত্সবের দেশে পরিণত হয়ে গেল।
রিও ডি জেনিরো থেকে যে বিমানে জার্মান দল ফেরে তা বার্লিনে আসতে বেশ কিছুটা দেরি হয়। বিমানের মধ্য বিশ্বকাপ নিয়ে আনন্দে মাতেন লো-লামরা। বিশ্বকাপ নিয়ে ককপিটে পাইলটদের সঙ্গে ছবি তোলেন কোচ লো। লো-এর সেই সেলফি ঘিরে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে দেশবাসীর উচ্ছ্বাস দেখে হতবাক জার্মানি ফুটবল দল। মঙ্গলবার দুপুরে বার্লিনের বিমানবন্দরে নামলেন জোয়াকিম লোয়ের দল। বিমানবন্দরে জনজোয়ার। অভিনন্দনে ভেসে গেল জোয়াকিম লো ব্রিগেড। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শহর জুড়ে বিজয় মিছিল। জার্মান জুডে বিজয় উতসব।
বিশ্বকাপে রানার্স হয়ে দেশে ফিরল আর্জেন্টিনা দল। বিমানবন্দরে মেসিদের বরণ করে নিলেন সমর্থকরা। জমকালোভাবে দলকে স্বাগত জানালেন ফ্যান্সরা। বিশ্বকাপ জিততে না পারলেও ফাইনালে দল যেভাবে লড়াই করেছে তাতে তাঁরা গর্বিত বলে জানিয়েছেন সমর্থকরা।
এদিকে, দুদিনে দুটি ছবি ধরা পড়ল বুয়েন্স আয়ার্সে। রবিবার ফাইনালে মেসিরা হেরে যাওয়ার পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সেদেশের মানুষ। সোমবার আবার উল্টো ছবি। বিমানবন্দরে নামা মাত্রই আর্জেন্টিনা দলকে জমকালো স্বাগত জানালেন সমর্থকরা। বিমানবন্দরে সাবেয়া ব্রিগেডের ঝলক পেয়েও দলের হয়ে গলা ফাটাতে থাকেন ফ্যান্সরা। আর্জেন্টিনা পতাকা হাতে গাড়ির হর্ন বাজিয়ে দি মারিয়াদের স্বাগত জানালেন তাঁরা। সমর্থকদের দাবি বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে আর্জেন্টিনা দল। ফাইনালে যেভাবে মেসিরা লড়াই চালিয়েছিলেন তাতে তাঁরা গর্বিত বলে জানিয়েছেন এক সমর্থক।

----------------------
মঙ্গলবার দুপুরে বার্লিনের বিমানবন্দরে নামলেন জোয়াকিম লোয়ের দল।

-----------------
বিমানবন্দরে জনজোয়ার।

-----------------------
অভিনন্দনে ভেসে গেল জোয়াকিম লো ব্রিগেড।
First Published: Tuesday, July 15, 2014, 16:39