Last Updated: July 14, 2014 10:45

-----------------------------------------------------------------
ব্যাপরটা হওয়ারই ছিল। হলও সেটা। বিশ্বকাপ মিটতেই ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন লুই ফিলিপ স্কোলারি। সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে হারের পরই স্পষ্ট হয়ে গিয়েছেল বিগ ফিলের ছুটি হতে চলেছে। প্রশ্নটা শুধু ছিল স্কোলারির ছুটির ঘণ্টা কে বাজাবে। তিনি নিজেই! নাকি ব্রাজিল ফুটবল সংস্থা। অবশেষে তিনি নিজেই সরে দাঁড়ালেন। স্কোলারির ইস্তফাপত্র গ্রহণ করেছে ব্রাজিল ফুটবল সংস্থা (সিবিএফ)। বিশ্বকাপে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন স্কোলারি।
এখন বড় প্রশ্ন হল ব্রাজিলের এই দুঃসময় হাল কে ধরবেন। বিশ্বকাপ মিটলেই আরও একটা বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যায়। আয়োজক হওয়ার সুবাদে এবার যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে খেলতে হয়নি ব্রাজিলকে। কিন্তু ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে যোগ্যতাপর্বে খেলতে হবে নেইমারদের। নতুন কোচের দায়িত্ব কে নেবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
First Published: Monday, July 14, 2014, 10:45